হােম কেয়ার  এর সেবা সমুহঃহােম কেয়ার সার্ভিসে

পৃথিবীর উন্নত দেশগুলােয় হােম কেয়ার সার্ভিস চালু রয়েছে । হােম কেয়ার বিডি সার্ভিস  হলাে, প্রবীণদের বাসায় গিয়ে সেবা দেওয়া ।বাসায় আমার একজন নার্স দরকার।

এই সেবা হলাে প্রবীণ ব্যক্তিকে গােসল করানাে , গায়ে লােশন মাখিয়ে দেওয়া , হাত – পায়ের নখ কেটে দেওয়া , টয়লেটে যেতে ,

শেভ করতে সহযােগিতা করা , বিছানা গুছিয়ে দেওয়া , পরণের কাপড়চোপড় বদলে দেওয়া , রক্তচাপ ,

ডায়াবেটিস পরীক্ষা করে দেওয়া , খাবার গরম করে দেওয়া , বই – পত্রিকা পড়ে শােনানাে , ব্যয়াম করতে , খাবার খেতে , ইনসুলিন এবং ওষুধপত্র খেতে সহযােগিতা করা , অথবা প্রবীণ ব্যক্তিটির চাহিদা  অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদান করা ।

হােমকেয়ার সার্ভিসে নতুন চ্যালেঞ্জঃ

হােম কেয়ার বিডি সার্ভিসটি একটি নতুন চ্যালেঞ্জ , সে বিষয়ে আমাদের একটি ধারণা থাকা প্রয়ােজন । আমাদের যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে উঠেছে ।

একক পরিবারে স্বামী স্ত্রী দুজনই ব্যস্ত থাকেন । বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় , স্বামী ব্যবসা কিংবা চাকরি করেন স্ত্রী সংসার সামলান ।

ক্ষেত্র বিশেষ স্বামী – স্ত্রী দুইজনই চাকরি করেন । পুরুষ  পরিবারের প্রধান কর্তা ব্যক্তি হওয়ায় বিভিন্ন কাজে তাকে বাইরে বেশি সময় দিতে হয় ।

স্ত্রী সন্তানদের লেখাপড়ার তদারকি , আত্মীয়স্বজনের খোঁজখবর , রান্নাবান্নার কাজ , ঘরদোর পরিষ্কার এবং গােছানাের কাজ করেন ।

কেউ আবার বিদেশে থাকেন , সেজন্য দেশে বৃদ্ধ মা – বাবাকে যত্ন করার জন্য লােক দরকার ।

প্রবীণদের প্রতি পরিবারের সদস্যদের ক্রমাগত অবহেলা – অযত্ন সহ্যের সীমা অতিক্রম করেছে ।

প্রবীণ ব্যক্তিটি আস্তে আস্তে দুর্বল সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন ।

ঢাকাসহ বড় শহরগুলােয় প্রবীণ ব্যক্তিকে জীবনের শেষ দিনগুলােয় কন্যাসন্তানের ওপর নির্ভরশীল হতে দেখা যায় ।

মানুষের সব ব্যস্ততার মধ্যেও প্রবীণ সেবাটি নিশ্চিত করতে হােম কেয়ার বিডি সার্ভিসটি সমাজে গুরুত্ব পাচ্ছে ।

নির্ভরশীল প্রবীণ ব্যক্তিদের জীবনকে স্বস্তিদায়ক , শান্তিপূর্ণ করা এখন সময়ের দাবি ।

এই প্রবীণদের সবার আর্থিক সামর্থ্য একরকম নয় ; কিন্তু সেবার প্রয়ােজনীয়তা একই রকম বাসায় আমার একজন নার্স দরকার।

নির্ভশীল প্রবীণদের জীবনকে স্বস্তিময় ও আরামদায়ক করার জন্য বাংলাদেশে বেশ কয়েকটি সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ।

তারা প্রবীণের চাহিদা অনুযায়ী বাসাবাড়িতে গিয়ে সেবা দিয়ে থাকে ।

এই সেবার বিনিময়ে টাকা গ্রহণ করে । কোনাে কোনাে প্রতিষ্ঠান গরিবদের স্বল্পমূল্যে অথবা বিনামূল্যে নির্দিষ্টসংখ্যক ব্যক্তিকে সেবা দিয়ে থাকে ।

এই সেবা প্রধানত ঢাকা শহরকেন্দ্রিক হয়।।