নার্সিং সার্ভিস এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত।

এ পেশার মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিকভাবে কোন রোগী বা ব্যক্তির স্বাস্থ্য পুণরুদ্ধার,এবং জীবনযাত্রার গুরুত্বতা তুলে ধরা হয়। এ পেশার সাথে সম্পৃক্ত, দক্ষ কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত।

আমাদের দেশে হোম কেয়ার নার্সের ব্যাপক চাহিদা রয়েছে কারণ বর্তমান সময়ে মানুষ কর্ম ব্যাস্ত থাকার কারণে,

তাদের বয়স্ক মাতা-পিতার যত্ন নেবার সময় পায় না । তাই তাদের মাতা-পিতার সকল কাজে সাহায্য করবে তার জন্য বাসায় হোম কেয়ার নার্স নিয়ে আসে ।

নার্সিং হোম কেয়ার কি ?

হোম কেয়ার বলতে আমরা সাধারনত বুঝি, একজন বৃদ্ধ বা অসুস্থ মানুষের দেখাশুনা ও সেবা করা এবং তার সঠিক ভাবে ,

যত্ন নেওয়াকে । রোগীর বাসায় রেজিস্টার্ড নার্সের মাধ্যমে সেবা প্রদান করাকে নার্সিং হোম কেয়ার বলা হয় ।

নার্সিং হোম কেয়ার বর্তমানে একটি বহুল প্রচলিত বিষয় । বিশ্বের সকল দেশের মত আমাদের দেশেও নার্সিং হোম

কেয়ারের জনপ্রিতা ব্যাপক হারে বাড়ছে ।

একজন নার্সের কাজ কি ?

একজন নার্সের কাজ হলো রোগির সার্ভিক কাজে সহযোগিতা করা । যেমন খাবার , হাটতে, গোসল ,

ইত্যাদি করতে সাহায্য করা এবং একজন নার্স এর কাজ হলো মেডিকেল সেবা সরবরাহ করা।

মেডিকেল সেবা এর মধ্যে আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা। রোগীর স্বাস্থ্যের

অগ্রগতি বা অবনতি সম্পর্কে ডাক্তারকে নিয়মিত জানানো ।

নার্সের দায়িত্ব ও কর্তব্য

১) নার্সিং কেয়ার প্রয়োজনীয়তার মূল্যায়ন ও পরিকল্পনা করা।

২) অপারেশন-পূর্ব এবং পরবর্তী যত্ন প্রদান করে ।

৩) ওষুধ এবং শিরা নিষিক্তকরণ নিরীক্ষণ।

৪) রোগীর নমুনা গ্রহণ, তাপমাত্রা চেকআপ, রক্তচাপ গ্রহণ রেকর্ড রাখা।

নার্সিং কেয়ার কেবল রোগীর নিজের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটা যথেষ্ট জটিল। আশেপাশের পরিবেশ বিবেচনা করতে ব্যর্থতা রোগীর যেকোন প্রত্যক্ষ যত্নে সমস্যা করে। এজন্য নার্সিং কর্মীরা রোগীর শারীরিক, রাসায়নিক এবং জৈবিক পরিবেশ নিয়ন্ত্রণে সর্বদা সজাগ থাকেন, যাতে এটি তাদের শারীরিক অখণ্ডতা এবং স্বাস্থ্যের জন্য সমস্ত ঝুঁকিমুক্ত থাকে।

একজন দক্ষ নার্সের গুণাবলী

একজন নার্স হিসেবে আপনাকে আন্তরিক মনোভাব দেখাতে হবে। আপনার সহ্য শক্তি থাকতে হবে এবং সহানুভূতি দেখাতে হবে। । একজন ভাল নার্সের মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস থাকতে হবে, সবকিছু খুব ভালভাবে খেয়াল করতে এবং পেশাদারি হতে হবে।

দক্ষ নার্স হওয়ার জন্য যদিও নিঃস্বার্থ হওয়া দরকার কিন্তু শুধু তাই-ই যথেষ্ট নয়। ভালো নার্স হওয়ার জন্য অনেক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা দরকার। নার্সিংয়ের ওপর এক থেকে চার বছর বা তারও বেশি সময় পড়াশোনা করতে এবং হাতে কলমে শিক্ষা নিতে হবে।

রোগীর ব্যাথা ও যন্ত্রণাকে অনুভব করতে হবে ও তাকে সাহায্য করার ইচ্ছা থাকতে হবে। এই জন্য দয়া ও ধৈর্য থাকা দরকার। নার্সিং ও চিকিৎসা বিদ্যা সম্পর্কে সব সময় আরও বেশি জানতে হবে।

কয়েকটা গুণ থাকতেই হবে যেমন, নমনীয় মনোভাব, সহ্য শক্তি এবং ধৈর্য। শুধু তাই নয়, আপনাকে খোলা মনের হতে হবে আর সেইসঙ্গে সহকর্মীদের ও মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা থাকতে হবে। দক্ষভাবে কাজ করে চলার জন্য আপনাকে নতুন নতুন কৌশলগুলো তাড়াতাড়ি শিখে নিতে হবে।

সকল প্রকার নার্সিং সার্ভিস পেতে আমাদের কল করুন ।

মেডিকেল পণ্য ক্রয় করতে ভিজিট : https://oxygencylindershop.com/

প্রয়োজনে কল করুন : 01719757999

নার্সিং হোম কেয়ার 

হোম কেয়ার সার্ভিস 

nursing home care in Dhaka 

nursing home care service 

24 hour nursing service