সেবা মানেই তো আত্মতৃপ্তি
নার্সিং পেশা মানে একটা যুদ্ধক্ষেত্র। সেবা মানেই তো আত্মতৃপ্তি,
সঠিক নার্সিং হোম সার্ভিস ও বাসায় রোগির যত্ন এবং সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। সেবাই আমাদের পরম ধর্ম।
যুদ্ধক্ষেত্রে যেমন শত্রুর মোকাবেলায় বিচলিত না হয়ে অটল থাকতে হয় তেমনি করে একজন নার্সের শত্রু হলো রোগীর রোগ।
আর রোগী হলো আপনজন এই আপনজনকে রক্ষা করতে একজন নার্স তার নিজের,
জীবন বাজি পর্যন্ত রাখতে একেবারে ভাবতে সময় নেয় না।
তার যোগ্য প্রমাণ হলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নার্সিং সেবার মাধ্যমে বিভিন্ন প্রতিকুল পরিবেশ মোকাবেলায় নার্সরা অনেক অবদান রেখেছেন।
তার নিজের পরিবারের কথা ও সে নিজের কথা ভাবার সময় পায়না অথচ তখনও তার নিজের জীবন থেকে একজন রোগীর জীবন অনেক বড় হয়ে যায়।
এটা শুধু দায়িত্ব নয় এটা মনের আত্মতৃপ্তি।
বিশ্বের নার্সদের শ্রদ্ধাজন আধুনিক নার্সিং এর প্রবর্তক “লেডি উইথ দ্যা ল্যাম্প”।
তিনি আমাদের কাছে একজন এতই সম্মানিত যে তার একটা শব্দ পর্যন্ত নার্সদের কাছে ভগবান বাক্য তুল্য।
তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানাতে প্রতিবছর বিশ্বজুড়ে বিশ্ব নার্স দিবসটি পালন করা হয়।
বিশ্ব নার্স দিবস হিসেবে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ কে বলেন এ এক মহান পেশা এবং সারা বিশ্বের মানুষকে সেবা করার জন্য অন্য মাধ্যম হলো নার্সিং সেবা।
বর্তমান নার্সদের অনুপাত
দেশের বিভিন্ন হাসপাতালে নার্সদের সংকট রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে ডাক্তার ও নার্সের অনুপাত ১ঃ৩ হওয়ার কথা।
সেখানে বাংলাদেশের চিত্র একদম উল্টো বর্তমানে বাংলাদেশের ৬৬ হাজারের কিছু বেশি চিকিৎসক রয়েছে।
নিয়ম মাফিক ভাবে এ অনুযায়ী দুই লাখের বেশি নার্স থাকার কথা।
তবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল এর তথ্য অনুসারে বাংলাদেশের রেজিস্টার্ড নার্স এর সংখ্যা মাত্র ৪১ হাজার আর তার মধ্যে ২০ হাজারেরও বেশি নার্স বেকার রয়েছেন ।
এই সমস্যার কিছুটা লাঘব করার জন্য দশ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল এর তথ্য অনুযায়ী দেশের একটি বড় অংশ ধাত্রী হিসেবে কাজ করেন।
তারা মাতৃসেবা উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছেন।
সেবা মানেই তো আত্মতৃপ্তি,সঠিক নার্সিং হোম সার্ভিস ও বাসায় রোগির যত্ন এবং সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। সেবাই আমাদের পরম ধর্ম