হোম কেয়ার নার্স কি
নার্সিং এমন এটি পেশা যেটি মানুষের স্বাস্থর সাথে সারাসরি এবং প্রতক্ষ ভাবে জড়িত । যে কোন রোগির সুস্থ হয়ে ওঠার
পেছনে একজন নার্সের ভূমিকা অনেক । এই মহান পেশা বেছে নেবার কারণে সকল দেশেই নার্সকে বিশেষ সম্মান প্রদান
করা হয় । কিছু দিন আগেও নার্সিং পেশা শুধু মাত্র নারীরা গ্রহন করতো কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে তার সাথে সাথে
মানুষের চিন্তা ধারাও পরিবর্তন হয়েছে তাই বর্তমান সময়ে অনেক পুরুষ ও এই মহা পেশা গ্রহন করে বেশ আগ্রহী হচ্ছে ।
কথায় বলা হয়ে থাকে একটি দেশের স্বাস্থ খাত কতটা উন্নত তা নির্ভর করে সে দেশের নার্স কতটা দক্ষ তার উপর ।
আশার কথা এই যে বর্তমান সময় আমাদের দেশের স্বাস্থ খাতের সাথে নার্সিং খাত বেশ উন্নত হচ্ছে । আমাদের দেশ সহ
বিশ্বের সকল দেশে বর্তমান সময় নার্সিং হোম কেয়ার সার্ভিস বেশ জনপ্রিয়তা লাভ করেছে । বাংলাদেশে অনেক বেসরকারি
নার্সিং সংস্থা রয়েছে যারা বাসায় হোম কেয়ার নার্স প্রদান করে । এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসে হোম কেয়ার নার্স
কি ? তাহলে চলুন জেনে আসি হোম কেয়ার নার্স কি : –
হোম কেয়ার নার্স
যে নার্স বাসায় রোগির সেবা প্রদান করে তাদের হোম কেয়ার নার্স বলা হয় । আমাদের দেশ অনেক প্রকার হোম কেয়ার নার্স
পাওয়া যায় যেমন : বেবি কেয়ার নার্স , নিউরোলজি পেসেন্ট কেয়ার নার্স , স্টোক পেসেন্ট কেয়ার নার্স , আইসিউ পেসেন্ট
কেয়ার নার্স সহ সকল প্রকার রোগির জণ্য হোম কেয়ার নার্স রয়েছে । তবে নার্স এর শিক্ষা গত যোগ্যতার উপরে ভিত্তি
করে নার্স ৩ প্রকার : ১/ ডিপ্লোমা নার্স ২/ প্যারামেডিকেল নার্স ৩/ পেসেন্ট কেয়ার নার্স ।
হোম কেয়ার নার্সের কাজ কি ?
একজন রোগির সেবা সংক্রান্ত সকল প্রকার কাজ করবে হোম কেয়ার নার্স । হোম কেয়ার নার্স রোগির সেবা খুব আন্তরিকতার
সাথে করে । হোম কেয়ার নার্স রোগির যে যে কাজ করবে :ঔষধ খাওয়ানো , ব্লাড প্রেসার পরিমাপ করা , ব্লাড সুগার পরিমাপ
করা , ইনসুলিন পুশ করা , এনজিটিউবে খাবার খাওয়ানো , গোসল করতে সাহায্য করা , হাটতে সাহায্য করা , বিছানায় প্রেসাব
অথবা বাথরুম করলে পরিষ্কার করা ইত্যাদি সকল প্রকার কাজ করবে ।