হোম কেয়ার নার্সিং কি ?
নার্সিং হোম কেয়ার সার্ভিস হলো দক্ষ নার্সের মাধ্যমে বাসায় রোগির সেবা প্রদান করা । যে সকল রোগি নিজের কাজ নিজে করতে পারেন না তাদের জণ্য একজন হোম কেয়ার নার্স দরকার প্রতিদিনের কাজ গুলো সম্পন্ন করতে ।
বিশ্বের উন্নত সকল দেশের মত আমাদের দেশেও দিন দিন হোম কেয়ার নার্সিং সার্ভিসের ব্যাপক চাহিদা বাড়ছে । একটি দেশের চিকিৎসা ক্ষাত কততা উন্নত তা নির্ভর করে সে দেশের নার্সিং ক্ষাত ততটা উন্নত তার উপরের ।
একজন হোম কেয়ার নার্স রোগির সেবা সংক্রান্ত সকল ধরনের কাজ করবে , যেমন রোগির সুগার টেস্ট , ব্লাড প্রেসার চেক , খেতে সাহায্য করা , হাটতে সাহায্য করা এবং রোগির প্রসাব -পায়খনা করতে সাহায্য করা সহ দৈনদিন সকল কাজে সাহায্য করা ।
নার্সিং হোম কেয়ারের ব্যাপক উপকারিতা রয়েছে তার মধ্য উল্লেখ্যযোগ্য হল , রোগির পরিবারে খরচ সাশ্রয় এবং হসপিটলে থাকার ঝামেলা হ্রাস । বাসায় দক্ষ নার্সের মাধ্যমে রোগি সেবা গ্রহন করলে , হসপিটলের থেকে বাসায় সুন্দর এবং মনরোম পরিবেশে থাকেতে পারেন ।
উপরে বর্ননা করা বিষয় গুলোর কারনে আমাদের দেশ সহ বিশ্বের সকল দেশে দিনদিন নার্সিং হোম কেয়ার সার্ভিসের চাহিদা ব্যাপক হাড়ে বাড়ছে ।
হোম নার্সিং সার্ভিস
হোম নার্সিং সার্ভিস হলো এমন একটি সেবা যার মাধ্যমে রোগীর বা প্রয়োজনমতো সেবা নিয়ে তার বাড়িতেই নার্স বা স্বাস্থ্য
কর্মীর সহায়তায় উপস্থিত হয়। এই সার্ভিসটি অনেকগুলি প্রয়োজনে সংশ্লিষ্ট হতে পারে, যেমন প্রয়োজনে রোগীদের সাধারণ
সেবা, দক্ষতা সংগঠন, সময়সূচী পরিচালনা, উপচার পরামর্শ এবং চিকিৎসা, ওষুধ ব্যবস্থাপনা, রোগীর সাথে সম্পর্ক এবং রোগীর
স্বাস্থ্য অবস্থা মনিটর করা ইত্যাদি। হোম নার্সিং সার্ভিস সাধারণত অস্থায়ী বা স্থায়ীভাবে অক্ষম ব্যক্তিদের জন্য প্রদান করা হয়,
যারা রোগ বা অসুখের কারণে বাড়িতে উপচার ও যত্ন প্রয়োজন পাচ্ছেন না।
নার্সিং সার্ভিস একটি পেশাদার সেবা, যা স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষিত নার্সদের দ্বারা প্রদান করা হয়। এই নার্সদের সাধারণত সংশ্লিষ্ট
চিকিৎসা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো হয় যারা নিজেদের সময় দিয়ে রোগীর উপচার ও যত্ন নিয়ে থাকেন। তারা
প্রয়োজনমতো সেবা দিয়ে রোগীকে বাড়িতেই স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন।
হোম নার্সিং সার্ভিস একজন রোগীর বাড়িতে উপচার ও যত্নের জন্য সুবিধা সৃষ্টি করে থাকে। এই সেবাটি অনেক বৃদ্ধ ব্যক্তিদের,
অসুস্থতা বা প্রয়োজনমতো যত্নের প্রয়োজন প্রয়োজনে সহায়তা করে। এছাড়াও, হোম নার্সিং সার্ভিস পরিবারের কাছে প্রয়োজনে
সহায়তা দেয় যেমন নতুন মায়ের কাছে শিশুর সম্পর্কে যত্নের প্রয়োজন থাকতে পারে বা বৃদ্ধ পিতামাতার কাছে সম্পর্কে যত্নের
সুযোগ সৃষ্টি করে থাকে। নার্সিং সার্ভিস একটি বিশেষজ্ঞ টীম দ্বারা পরিচালিত হয় যা প্রয়োজনে পরিচিত হয়ে থাকে রোগীর
মেডিকেল অবস্থা এবং চিকিৎসা প্রতিষ্ঠানের পরামর্শের মাধ্যমে। নার্সদের কাছে যত্ন ও রোগীর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য
সাধারণত প্রয়োজন হয়। প্রয়োজনমতো সময়ে সাহায্য পেতে সেবা দান করার জন্য, হোম নার্সিং সার্ভিস সাধারণত একটি
কমপ্লিকেটেড পেশাদার প্রক্রিয়ার অংশ হয়।
এই পরিষেবা একটি রোগীর স্বাস্থ্য অবস্থা নির্ধারণ করে এবং আবশ্যক সেবা প্রদান করে যা রোগীর জীবনে সুবিধা সৃষ্টি করে
থাকে। বিশেষজ্ঞ হোম নার্সদের পরামর্শ ও পরামর্শ এবং চিকিৎসা প্রদানের মাধ্যমে রোগীর পরিচর্যা ও
চিকিৎসায় ভূমিকা পালন করে।
মেডিকেল পণ্য ক্রয় করতে ভিজিট করুন : https://oxygencylindershop.com/
Leave a Reply